Web Design
Learn web deisgn starting from the very basics and kickstart your career!
মূল্য: Tk. 1250
Buy Now
কোর্স সম্পর্কে
আমরা প্রতিনিয়তই অসংখ্য ওয়েবসাইট ব্যবহার করছি। কখনো কি ভেবে দেখেছেন এই ওয়েবসাইটগুলো কীভাবে বানানো হয়? কিংবা একেক রকম ওয়েবসাইটের একেক রকম ডিজাইন হওয়ার কারণ কী? ওয়েবসাইট নিয়ে ধারণা আছে কিন্তু আপনি কি নিজের ওয়েবসাইট তৈরি করার কথা ভাবছেন? তাহলে এই কোর্সটি আপনার জন্যই।
এখন কথা হচ্ছে, ওয়েব ডিজাইন কী? একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে তার একটি টেমপ্লেট তৈরি করাই হচ্ছে ওয়েব ডিজাইন। বর্তমান চাকরির বাজারে ওয়েব ডিজাইনিং এর চাহিদা দিন দিন বাড়ছে। আপনি যে কাজই করেন না কেন যে কোন একটি বিষয়ে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, অন্যথায় একটি সফল ক্যারিয়ার গড়া কোনোভাবেই সম্ভব নয়। আর তাই আপনার একজন ওয়েব ডিজাইনার হবার স্বপ্নপূরণে সাহায্য করতে টেন মিনিট স্কুল নিয়ে এসেছে 'ওয়েব ডিজাইনিং' কোর্স যার মাধ্যমে আপনি ওয়েব ডিজাইনিং এর বেসিক থেকে শুরু করে সবকিছু শিখতে পারবেন।
এই কোর্সে যা যা থাকছে:
- ওয়েব ডিজাইন-এর দুটি গুরুত্বপূর্ণ ল্যাংগুয়েজ HTML এবং CSS এর বেসিক থেকে সম্পূর্ণ ধারণা।
- বিভিন্ন ওয়েবসাইটের লেআউট তৈরির উপায়।
- একটি ভালো ইউজার এক্সপেরিয়েন্স-এর জন্য ওয়েবসাইটের প্ল্যানিং থেকে শুরু করে ডিজাইন কোডিং অবধি সবকিছু।
- ওয়েবসাইটকে রেসপনসিভ করার উপায়।
- ওয়েব হোস্টিং এর প্রক্রিয়া।
এই কোর্সটি আপনাকে কীভাবে সাহায্য করবে:
- এই কোর্সে আপনি HTML & CSS ল্যাংগুয়েজ, ডোমেইন হোস্টিং, ওয়েবসাইকে রেসপন্সিভ এবং ইন্টার্যাক্টিভ বানানোর উপায় থেকে শুরু করে একজন ভালো ওয়েব ডিজাইনার হয়ে ওঠার খুঁটিনাটি জানতে পারবেন।
- দক্ষ ইনসট্রাক্টর এবং অসাধারণ সব টিউটরিয়ালের সাহায্যে আপনি ঘরে বসেই নিজেকে একজন সফল ওয়েব ডিজাইনার হিসেবে গড়ে তুলতে পারবেন।
- নিজের ওয়েবসাইট তৈরির জন্য ইন্ডাস্ট্রির বেস্ট প্র্যাকটিস জানতে সাহায্য করবে।
- ভিজিটরদের ইন্টার্যাক্টিভ ওয়েবসাইট-এর অভিজ্ঞতা দেয়ার জন্য যা কিছু জানা প্রয়োজন তা জানতে পারবেন।
এই কোর্সটি থেকে যা শিখবেন
খুব সহজেই ওয়েবসাইটের তৈরির প্ল্যানিং থেকে ডিজাইনিং কোডিং পর্যন্ত সব খুঁটিনাটি জানতে পারবেনHTML এবং CSS ল্যাংগুয়েজের সম্পূর্ণ ধারণা পাবেনওয়েবসাইটের লেআউট ও টেমপ্লেট তৈরি করতে পারবেনওয়েব হোস্টিং এর প্রক্রিয়া শিখতে পারবেনএকটি ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে পারবেন
ইনস্ট্রাক্টর
Fahim Murshed
Full-Stack Web Developer & Product Designer; Co-Founder & CEO, Symbl
৳ ১২৫০ কোর্সটি করছেন
৪,৩২৪ জনসময় লাগবে
৫ ঘন্টা৪৬টি ভিডিও৮ সেট কুইজ
কোর্সটি করছেন
৪,৩২৪ জনসময় লাগবে
৫ ঘন্টাকোর্সটি করতে যা প্রয়োজন হবে
- ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট)
- স্মার্টফোন অথবা পিসি
0 Comments